দুর্গাপুরে বিএনপির দোয়া মাহফিল ও শোকসভা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা।

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর দুর্গাপুরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল-এর সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা ও রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান লালবু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয়, রেন্টু ও শহিদ, মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মাইনুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, ছাত্রদল নেতা মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বক্তারা আরও বলেন, আজ সারাদেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করছে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনায় বিশেষ মোনাজাত করা হয়।