বান্দরবানে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বান্দরবান–৩০০ আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায়।

অসীম রায় (অশ্বিনী): বান্দরবান, ১ জানুয়ারি ২০২৬ – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান (৩০০) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এক ফ্রেমে বাঁধানো ছবিতে স্পষ্ট, এই পাঁচ প্রার্থী একসঙ্গে বান্দরবানকে একটি রঙিন প্রচ্ছদে সাজাতে আগ্রহী।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামিম আরা রিনি আনুষ্ঠানিকভাবে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী, বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী আবুল কালাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাই, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ। এ সময় সংশ্লিষ্ট দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভাকক্ষে ঘণ্টাব্যাপী চলে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। বেলা ১২টার দিকে যাচাই-বাছাই শেষে নির্বাচনে অংশগ্রহণকারী পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেননি।

এবারের নির্বাচনে বান্দরবান আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ— এই পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা। এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিতে পারেনি। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে এবার এই দুই দলও নির্বাচনী প্রতিযোগিতায় ফিরছে।

স্থানীয় ভোটাররা এবার উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি জানান, গত ৩০ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারী প্রার্থীরা প্রয়োজনীয় সব কাগজপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে সবদিক বিবেচনায় পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সর্বশেষ ৩০০ নম্বর সংসদীয় আসন বান্দরবান জেলায় ১৩টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৬টি। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ১৭৮ জন।