৭০ কোটি সম্পদ, ১৭০০ কোটি ঋণ: আসলাম চৌধুরীর হলফনামা

ঋণখেলাপি অভিযোগের মধ্যেই ভোটের মাঠে বিএনপির প্রার্থীর।

টুইট ডেস্ক: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্য নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার, ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা হলেও ঋণের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা, যা সম্পদের তুলনায় প্রায় ২৪ গুণ বেশি।

হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মূল্য ২৬ কোটি ১৬ লাখ টাকার বেশি এবং স্থাবর সম্পদ রয়েছে প্রায় ৪৩ কোটি ৭৮ লাখ টাকা। নগদ অর্থ রয়েছে ১১ কোটি টাকা, কোম্পানির শেয়ারে বিনিয়োগ প্রায় ১০ কোটি টাকা। ব্যাংকে জমা রয়েছে মাত্র ১ লাখ ২৩ হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রা রয়েছে প্রায় ৬২ হাজার টাকার সমপরিমাণ। তার প্রধান আয়ের উৎস ব্যবসা, যা থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৮ লাখ ৩৭ হাজার টাকা।

ঋণের অংশে উঠে এসেছে সবচেয়ে বিস্ময়কর তথ্য। পাঁচটি ব্যাংকসহ বিভিন্ন খাতে সরাসরি ঋণ রয়েছে প্রায় ৩৫৪ কোটি টাকা। এছাড়া জামিনদার হিসেবে দায়বদ্ধ ঋণ ১ হাজার ৫৯ কোটি টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে যুক্ত ঋণ রয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়, এসব ঋণের বড় অংশই ব্যবসায়িক প্রতিষ্ঠানে জামিনদার ও পরিচালক থাকার কারণে সৃষ্টি হয়েছে। হলফনামায় তার পরিবারের সম্পদের বিবরণও দেওয়া হয়েছে।

তার স্ত্রী জামিলা নাজনীন মাওলার অস্থাবর সম্পদ রয়েছে ১২ কোটি টাকার বেশি এবং স্থাবর সম্পদ রয়েছে প্রায় ৬ কোটি টাকা। মেয়ে মেহেরীন আনহার উজমার অস্থাবর সম্পদ রয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা।

এছাড়া লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে মোট ১৩২টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৮০টি মামলা এখনো চলমান এবং ৫২টি মামলা ৫ আগস্ট ২০২৫-এর পর খালাস হয়েছে।

বিপুল ঋণ ও মামলার তথ্য প্রকাশ পাওয়ায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তার হলফনামা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।