হুতিদের দমাতে একই সুরে বাইডেন-সুনাক
বিশ্ব ডেস্ক: রেড সিতে বাণিজ্যিক জাহা হুথিদের নিয়মিত আক্রমণের জবাব হিসেবে হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় যৌথ বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইউকের বাহিনী। হুথিদের দমাতে একই সুরে এবার কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো-বাইডেন এবং ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া, বাহরাইন, ক্যানাডা ও নেদারল্যান্ডসের সহায়তায় আমেরিকা ও ইউকের সামরিক বাহিনী হুতিদের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে।’
হামলার পর বাইডেন বলেন, ‘‘এসব হামলা একটি স্পষ্ট বার্তা যে, আমেরিকা ও আমাদের অংশীদারদের ওপর হামলা সহ্য করা হবে না। রেড সিতে নৌ চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করতে দেব না।’’
প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করবেন না বলে জানিয়েছেন বাইডেন।
ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক হুতিদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পর বলেছেন যে, হুতিদের ওপর হামলাটি আত্মরক্ষার্থে সীমিত হামলা, কিন্তু প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
একই সুরে হুতিদের সর্তক করেছেন ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার (১২ জানুয়ারি) দেয়া এক বিবৃতিতে হুতিদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি আত্মরক্ষার্থে সীমিত হামলা। এটিকে তিনি প্রয়োজনীয় ও আনুপাতিক পদক্ষেপ বলেও অভিহিত করেছেন।
হুতিদের বেপরোয়া কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ঋষি সুনাক বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার সতর্ক বার্তা সত্ত্বেও রেড সিতে বাণিজ্যিক জাহাজে বিপজ্জনক হামলা চালিয়েছে তারা।’
ইউকে সবসময় নৌচলাচলের স্বাধীনতা এবং বাণিজ্যের অবাধ প্রবাহের পক্ষে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি।