খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

সংসদ ভবন দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে নারীদের নির্ধারিত স্থান।

টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে।

তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলামূলক ব্যবস্থা।

এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য পৃথক ও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য নির্ধারিত স্থানে এ ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত মানুষের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।