খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে শোক পালন।
টুইট ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সরকার শোক পালনের অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। সাধারণ ছুটি ও শোক পালনের মাধ্যমে রাষ্ট্রের সব স্তরে শ্রদ্ধা জানানো হবে।






