ব্রিটেনের কার্ডিফে মহান বিজয় দিবস উদযাপন

কার্ডিফে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান।

বিশ্ব ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর ড. বাবলিন মল্লিক, সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর দিলওয়ার আলী, কাউন্সিলর জেসমিন চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, কমিউনিটি সংগঠক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাই বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন। তিনি বলেন, দুঃখজনকভাবে আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে, যা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তাই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্ বলেন, ডিসেম্বর মাস একদিকে বিজয়ের অহংকার, অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী হত্যার বেদনাবিধূর স্মৃতির মাস। তবুও এই মাসেই লাল-সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র ও জাতিসত্তার পূর্ণ বিকাশ ঘটেছে। তিনি দেশের ও কমিউনিটির উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ তসলিম।

বক্তারা বলেন, প্রবাসের মাটিতে প্রতিটি বাংলাদেশিই একেকজন রাষ্ট্রদূত হিসেবে দেশের পতাকা বহন করছেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।