বান্দরবান-৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী

বান্দরবান প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এদিন জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, বিএনপির পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী (রাজপুত্র খ্যাত), যিনি সকাল সাড়ে ১১টার দিকে দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ মনোনয়নপত্র জমা দেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী এডভোকেট মোঃ আবুল কালাম (জেলা জামায়াতের নায়েবে আমির) দলীয় নেতাদের সঙ্গে মনোনয়নপত্র জমা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ।

জাতীয় পার্টি (কাদের) থেকে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ।

এছাড়া এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) থেকে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক আবু সাঈদ মোঃ শাহা সুজাউদ্দিন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল আলমসহ বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দ।

বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, যা এ আসনের ভোটার বৈচিত্র্যকে করেছে অনন্য। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৮ হাজার থেকে ৩ লাখ ১৫ হাজারের মধ্যে। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ লাখ ৬১–৬২ হাজার এবং নারী ভোটার প্রায় ১ লাখ ৪৬–৫৩ হাজার। পুরো আসনে ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১৮৬টি ভোটকেন্দ্র রয়েছে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, কারণ দলটির নিবন্ধন বাতিল হয়েছে। দীর্ঘদিন এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বান্দরবান-৩০০ আসনে নির্বাচনকে ঘিরে উন্মুক্ত ও বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।