মোহাম্মদ আয়াছ মিয়া পেলেন প্রবাসী সম্মাননা

কমিউনিটি লিডার ক্যাটাগরিতে তার অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি; সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানে ১০৩ প্রবাসীকে সম্মাননা প্রদান।

শহিদুল ইসলাম, সিলেট প্রতিনিধি: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া সম্প্রতি ‘প্রবাসী সম্মাননা ২০২৫’-এ কমিউনিটি লিডার ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।

প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, অধিকার আদায় এবং সমাজসেবায় তার দীর্ঘদিনের অবদান এই স্বীকৃতির পেছনে মূল কারণ।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠানে বিশ্বের ১১টি দেশ থেকে নির্বাচিত ১০৩ জন প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের সকালে কিনব্রিজ থেকে শোভাযাত্রা বের হয়ে অডিটোরিয়ামে শেষ হয়। সন্ধ্যায় প্রবাসী বিনিয়োগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

ড. আসিফ নজরুল বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের বিনিয়োগের সুবিধার্থে সিলেটে এনআরবি জোন গড়ে তোলা যেতে পারে।” জেলা প্রশাসক জানান, ৬০০-এর বেশি আবেদন থেকে বাছাই করে ১০৩ জনকে সম্মাননা দেওয়া হয়েছে, যা ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত—সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য এবং বাংলাদেশি পণ্য আমদানিতে ভূমিকা।

কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান। যুক্তরাজ্যে তিনি সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং AM Accountancy Services-এর প্রতিষ্ঠাতা। লেবার পার্টির সদস্য হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেন্ট ডানস্টন ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক স্পিকার (সিভিক মেয়র), কেবিনেট মেম্বার এবং ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন।

প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য প্রতিষ্ঠা, কমিউনিটি সংগঠনে নেতৃত্ব এবং মাতৃভূমিতে শিক্ষা-সমাজসেবায় তার অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।