জামায়াতসহ ৮ দল ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

জামায়াতে ইসলামী
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনের বিষয় এখনও প্রকাশ করা হয়নি।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এতে জোট ও আসন সমঝোতার বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই সংবাদ সম্মেলনের বিষয় গণমাধ্যমকে জানিয়েছেন।
উল্লেখ্য, সংশ্লিষ্ট দলগুলোতে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বিষয়ে আলোচনা সম্ভাব্য বলে মনে করা হচ্ছে।






