মাত্র ২ সেকেন্ডে ৭০০ কিমি/ঘণ্টা! চীনের ম্যাগলেভ ট্রেনের বিশ্ব রেকর্ড

টুইট ডেস্ক: বিশ্ব পরিবহন প্রযুক্তিতে নতুন ইতিহাস সৃষ্টি করল চীন। দেশটির গবেষকরা একটি বৈদ্যুতিক ম্যাগলেভ (Maglev) ট্রেনের গতি মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে সক্ষম হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। এত দ্রুতগতিতে ছুটে চলা ট্রেনটি পাশ দিয়ে গেলে দাঁড়িয়ে থাকা মানুষ কেবল চোখের পলকেই সেটিকে দেখতে পেতেন।
এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি-এর গবেষকরা। চৌম্বক শক্তিচালিত এই ট্রেনটি বিশেষ ম্যাগলেভ ট্র্যাকে পরীক্ষামূলকভাবে চালানো হয়।
এক হাজার টনেরও বেশি ওজনের ট্রেনটি পরীক্ষার সময় অবিশ্বাস্য গতিতে পৌঁছানোর পর নিরাপদভাবে থামতেও সক্ষম হয়। এর ফলে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ট্রেনটি শক্তিশালী সুপারকন্ডাক্টিং ম্যাগনেট ব্যবহার করে চলে, যার ফলে এটি রেললাইনের ওপর ভেসে থাকে। চাকায় সরাসরি কোনো সংযোগ না থাকায় ঘর্ষণ প্রায় শূন্যে নেমে আসে, যা এই অতিমাত্রার গতি অর্জনে সহায়ক হয়েছে।
গবেষকদের দাবি, ট্রেনটির উৎপন্ন শক্তি এতটাই বেশি যে তা চাইলে রকেট উৎক্ষেপণেও ব্যবহার করা সম্ভব। ভবিষ্যতে যদি এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু করা যায়, তবে চীনের এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা যাবে মাত্র কয়েক মিনিটেই। এতে পুরো পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই সাফল্যের মধ্য দিয়ে উচ্চগতির পরিবহন প্রযুক্তিতে চীন আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।






