তারেক রহমানকে নিয়ে মন্তব্য: আটক ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবি বিএনপির

মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারকে অযৌক্তিক ও গণতন্ত্রবিরোধী বলে দাবি বিএনপির।
স্টাফ রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে আটক এক ব্যক্তির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটি বলেছে, এই গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।
রোববার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপি জানায়, এ কে এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও গণতান্ত্রিক অধিকারবিরোধী।
বিবৃতিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতকালে তারেক রহমানকে কেন্দ্র করে শহীদুল ইসলাম মন্তব্য করেন—এ অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠান।
বিএনপির দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে। কোনো মতামত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার ও কারাবন্দি করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, “বিএনপি মনে করে, ভিন্নমত দমনে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার বন্ধ হওয়া উচিত। শহীদুল ইসলামের গ্রেপ্তার অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে।”
দলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।





