চাঁপাইনবাবগঞ্জে খুঁটিতে বেঁ/ধে কু/পি/য়ে তরুণের হাত-পা বি/চ্ছি/ন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

টুইট নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান (২২) নামে এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এতে তাঁর দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, কিশোরী স্বজনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় কর্মীরা সুফিয়ানকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
তবে শিবগঞ্জ উপজেলা জামায়াত দাবি করেছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






