জেমসের কনসার্ট বাতিল, সেই অভিজ্ঞতার কথা জানালেন শ্রাবণ্য

টুইট নিউজ ডেস্ক: ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে নগরবাউল জেমসের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বহিরাগতদের ইটপাটকেল ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা জানান, তার জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা এই পরিস্থিতি। প্রায় ১৫ হাজার মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করছিল। বিশৃঙ্খলায় ১৫–২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঞ্চে উপস্থিত শ্রাবণ্য তৌহিদা বলেন, পরিস্থিতি ভয়ঙ্করভাবে সংকুচিত হয়েছিল, দর্শক ও শিক্ষার্থীরা আতঙ্কে পড়ে যান, এবং শেষ পর্যন্ত কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিতে হয়। তিনি উল্লেখ করেন, পারিশ্রমিক পাওয়া গেলেও এটি মানসিক আঘাত ও হতাশা মুছে দিতে পারে না।

শ্রাবণ্য আরও বলেন, অনুষ্ঠানটি দেশ-বিদেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলেও মুহূর্তের মধ্যে উচ্ছ্বাস বদলে ভয় ও হতাশায় পরিণত হয়েছে।