ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

টুইট নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীদের মধ্যে বিএনপি ৩টি আসনে পরিবর্তন এনেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র দেওয়া হয়েছে।
প্রধান পরিবর্তনগুলো: ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ছাড়িয়ে বিএনপির প্রার্থী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম-১০: স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বদলে বাংলাদেশের জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান।
এছাড়া যশোরের ৪টি আসনে ও পিরোজপুর-১ আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেমন, যশোর-১ (শার্শা) আসনে নুরুজ্জামান লিটন, যশোর-৪ (বাঘারপাড়া) আসনে মতিয়ার রহমান ফারাজী এবং যশোর-৬ (কেশবপুর) আসনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পরিবর্তনগুলো জোট ও স্থানীয় সমঝোতার ভিত্তিতে করা হয়েছে।






