জয়পুরহাটের সীমান্তে বিজিবির বাধায় ঠেকলো বিএসএফের কাঁটাতারের বেড়ার কাজ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উছনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। তবে বাংলাদেশ বিজিবির তৎপরতায় কাজটি বাধাগ্রস্ত হয়ে গেছে এবং বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে গেছে। এর আগে ওই সীমান্তে পরপর দুইবার বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উছনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছিল। স্থানীয়দের সতর্কতায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বাধ্য করে।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার পাশাপাশি ইতিমধ্যে স্থাপিত বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়। এছাড়া বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”






