হাদির হ’ত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজশাহীর তালাইমারী মোড়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী ইনকিলাব মঞ্চ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।

আজ বিকেল ৩টার দিক থেকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করে। কর্মসূচিতে রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারীরা জানান, শহীদ ওসমান হাদি ইনসাফের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে এবং হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে দাবি করেন তারা। অথচ সরকার এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারাদিন রাজপথে অবস্থান করার ঘোষণাও দেওয়া হয়।

অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।