বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন: ৫০ বছরের গৌরবময় পথচলা স্মরণ

অসীম রায় অশ্বিনী (বান্দরবান): পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজ তার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করেছে। ১৯৭৫ সালে যাত্রা শুরু করা কলেজটি অর্ধশতাব্দী পেরিয়ে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

গত শুক্রবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (পৌর প্রশাসক) এস এম মনজুরুল হকসহ প্রশাসনিক কর্মকর্তারা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জীব কুমার চৌধুরী সভাপতিত্ব করেন।

উৎসবের শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর কলেজ চত্বরজুড়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অংশ নেন স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতায়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, লুডু, রশি টানাটানি ও মিউজিক্যাল চেয়ারসহ নানা ইভেন্টে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা আনন্দ উদযাপন করে।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ জানান, এই আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করবে এবং কলেজের ঐতিহ্য ও সাফল্যের ধারাকে সামনে এগিয়ে নেবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক নীলগীরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন তুষারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

উদযাপনটি শুধু অতীতের স্মৃতি স্মরণে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার মাধ্যমে নতুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে।

উৎসবের দিন বিজয়ীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয় এবং কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বান্দরবান সরকারি কলেজের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রমাণ করে, ৫০ বছরের দীর্ঘ পথচলায় শিক্ষার গৌরবময় ঐতিহ্যকে ধরে রেখে কলেজটি আগামীতেও শিক্ষার মডেল হিসেবে নিজের অবস্থান বজায় রাখবে।