রাজশাহীর পুঠিয়ায় বাসের ধা/ক্কা/য় মোটরসাইকেল আরোহী নি/হ/ত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত জীবন (৩০) বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি বানেশ্বর কলা হাটায় লেবার হিসেবে কাজ করতেন এবং দুই সন্তানের পিতা ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, জীবন চা স্টল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে ঢাকা-মেট্রো-ব-১৪৪৪৮৯ নম্বর তুহিন পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ঘাতক বাসটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






