হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন মঞ্চের নেতাকর্মীরা। রাতেও তারা সেখানে অবস্থান করছেন। এর ফলে শাহবাগে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। যতোক্ষণ পর্যন্ত হাদি হত্যার সঙ্গে জড়িতদের সবাইকে গ্রেপ্তার না করা হবে, আমরা রাজপথ ছাড়ব না।”

ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, “বিচার নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন দেশের আঠারো কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। গত মঙ্গলবার ইনকিলাব মঞ্চের সদস্যরা ‘শহীদী শপথ’ নেন, যাতে ত্রিশ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্ন এবং ‘ইনসাফভিত্তিক’ বাংলাদেশ নির্মাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকেন।