শান্তর সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর ঝড়ো জয়

নিজস্ব প্রতিবেদক: নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে বিপিএল অভিযান শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে সিলেট। শুরুটা ঝড়ো হলেও সাইম আইয়ুব ২৮ রানে, জাজাই ২০ রানে এবং ওপেনার রনি তালুকদার ৪১ রানে বিদায় নেন। এরপর পারভেজ ইমন ৩৩ বলে ৬৫ এবং আফিফ ধ্রুব ৩৩ রানের ইনিংসে দলীয় সংগ্রহ ১৯০ রানে পৌঁছায়।
জবাবে মাত্র ৮ রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। শাহিবজাদা ২০ রানে আউট হন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত ও মুশফিক। দুজনের অটুট ১৩০ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে রাজশাহী। শান্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন, মুশফিক করেন ৩১ বলে ৫১ রান।
এর আগে বিপিএলের ১২তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৫ হাজার বেলুন উড়িয়ে এবং ডে-লাইট ফায়ারওয়ার্কের মাধ্যমে উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।






