সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিয়ে বান্দরবানর শুভ বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলা সদরের বাপটিস্ট গীর্জা এবং ফাতিমা রাণী ধর্মপল্লী ক্যাথলিক গীর্জায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বড়দিনের উৎসব শুরু হয় রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মাধ্যমে। খ্রিষ্টান ধর্মালম্বীরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে নতুন বছরের শান্তি, সুখ ও আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করেন। শিশু, নারী ও পুরুষেরা একসাথে যীশুর পথ নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা প্রচার করেন।
সমবেত প্রার্থনার শেষে মিলিতভাবে যীশুর আরাধনায় সংগীত পরিবেশন করা হয়। প্রার্থনা পরিচালনা করেন বান্দরবান ফাতিমা রাণী ধর্মপল্লী ক্যাথলিক গীর্জার সহকারী পাল-পুরোহিত ফাদার সুমন পিতার কস্তা, সিএসসি।






