যাত্রীবাহী লঞ্চ সংঘর্ষে নিহত ৪, আহত বহু যাত্রী

টুইট নিউজ ডেস্ক: ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৈদ্য জানিয়েছেন, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে।
ফলে বিপরীত দিক থেকে আসা ঢাকা-বরিশাল রুটের ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সঙ্গে জাকির সম্রাট-৩-এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত যাত্রীদের ‘এমভি কর্ণফুলী-৯’ লঞ্চের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়, পথে আরও একজন মারা যান।
নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ জানায়, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় লঞ্চ চালকদের দায়িত্ব পালনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে।






