জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দলের প্রতিষ্ঠাতা ও তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তিনি সাভারের পথে যাত্রা করেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে—মাশাআল্লাহ।”
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রায় দেড় দশকের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।






