বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি সমাধিস্থলে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী। তারেক রহমানের আগমনকে ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
এর আগে, দুপুর ২টা ৫২ মিনিটে তিনি নিজ বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন। জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তার।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে বেলা ১১টা ৪৩ মিনিটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথ সাধারণত আধা ঘণ্টার মধ্যেই অতিক্রম করা যায়। তবে তারেক রহমানের আগমনকে ঘিরে সড়কের দুই পাশে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামায় ওই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।
শুধু দলীয় নেতাকর্মী নয়, ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখতে ও এই প্রত্যাবর্তনের সাক্ষী হতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যায়। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুরো পথই জনসমুদ্রে পরিণত হয়।






