মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনা, অন্তত ১০ জনের প্রাণহানি

টুইট ডেস্ক: মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। খবর বার্তা সংস্থা এএফপির।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজ্যের জন্তেকোমাটলান শহরে বড় দিনের উৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী মেক্সিকো সিটি থেকে চিকনটেপেক গ্রামের দিকে যাচ্ছিল।
জন্তিকমাটলান শহরের মেয়রের অফিস থেকে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পূর্ণবয়স্ক এবং এক শিশু রয়েছে। ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মূলত, যানবাহনের কারগরি ত্রুটি ও অতিরিক্ত গতির কারণে মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। গত নভেম্বরে দেশটিতে একই ধরনের দুর্ঘটনায় মিচোয়াকান রাজ্যে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়।






