মায়ের সঙ্গে দেখা শেষে ফিরোজায় যাচ্ছেন তারেক রহমান

টুইট নিউজ ডেস্ক: চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসার উদ্দেশ্যে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বাসা ছাড়েন রাত সাড়ে ৭টার দিকে।
তার আগে বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তিনি এবং একই সময় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালের গেটে সকাল থেকেই বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সকাল ১১টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর দলের অন্যান্য নেতৃবৃন্দ ও পরিবারের সঙ্গে তিনি আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন।






