আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা তারেক রহমানের

টুইট নিউজ ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নেতাকর্মীদের বিশাল সমাগম ঘটে। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তিনি।

মঞ্চে উঠে দলের ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভাষণে তিনি বিখ্যাত আমেরিকান মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণভাবে ঘোষণা করেন, “আই হ্যাভ এ প্ল্যান”।

তারেক রহমান বলেন, দেশের সব মানুষ—পাহাড়ি ও সমতল, বিভিন্ন ধর্ম-বর্ণের জনগণ—সমান অধিকার ভোগ করবে। গণমানুষের মুক্তি, ন্যায়, সমতা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ ও সংহত পদক্ষেপ নিতে হবে। তিনি উচ্চকণ্ঠে বারবার বলেন, “আমরা এদেশে শান্তি চাই”, এবং এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের মানুষের সহযোগিতা কামনা করেন।