কলমই শক্তিশালী অস্ত্র: জয়পুরহাটে বিজিবি অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়নের ক্যাফে টুয়েন্টি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আপনাদের কলম ও ক্যামেরা সত্য তুলে ধরবে, আর সেই সত্যই নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে বড় ভূমিকা রাখবে। সহিংসতা বা অবৈধ তৎপরতার বিষয়ে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরাই জনমনে আস্থা ধরে রাখবেন।”
তিনি আরও সতর্ক করেন যে, ভোট কেন্দ্র দখল, ভোটারদের ওপর চাপ, সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কা, সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ ও অপরাধী চক্রের সক্রিয়তা সংক্রান্ত তথ্য দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব, ভুয়া খবর ও উসকানিমূলক প্রচারণা শনাক্ত করে জনমনে বিভ্রান্তি এড়াতে হবে।
লতিফুল বারী জানান, ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবসময় মাঠে থাকবে তারা।
সভায় ২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






