গাজায় মৃতের সংখ্যা ২১ শতকের সব সংঘাতকে ছাড়িয়েছে : অক্সফাম

টুইট ডেস্ক : গাজায় ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় সাড়ে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের এ হামলায় সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিতসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়ার মনিটর অক্সফাম। শুক্রবার (১২ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনভিত্তিক চ্যারিটি অক্সফাম বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ২১ শতকে ঘটে যাওয়া সব সংঘাতে নিহতের সংখ্যা অতিক্রম করেছে।

এ ছাড়া যুদ্ধে বেঁচে যাওয়া বাকিরা তীব্র ক্ষুধা ও রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরও সেখানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

এক বিবৃতিতে অক্সফাম জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ২৫০ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া যেকোনো সংঘাতে নিহতের সংখ্যা ভয়াবহ আকারে ছাড়িয়ে গিয়েছে।

অক্সফাম সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি সংঘাতের তুলনামূলক একটি চিত্রও তুলে ধরেছে। সেখানে দেখো গেছে, সিরিয়ার গড়ে প্রতিদিনি ৯৬ দশমিক পাঁচজন, সুদানে ৫১ দশমিক ছয়, ইরাকে ৫০ দশমিক আট, ইউক্রেনে ৪৩ দশমিক ৯, আফগানিস্তানে ২৩ দশমিক আট এবং ইয়েমেনে ১৫ দশমিক আটজন নিহত হয়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞার জন্যই এ সংকট আরও বেড়েছে। কেননা তারা গাজায় প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সংখ্যক খাবার সহায়তার মাত্র ১০ শতাংশ প্রবেশ করতে দিচ্ছে। এর ফলে বোমাবর্ষণ থেকে বেঁচে যাওয়া নাগরিকদের জন্য গুরুতর খাদ্যঝুঁকি সৃষ্টি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেও ইসরায়েলের গাজায় বেসামরিক লোকদের ওপর নজিরবিহীন তাণ্ডবের বিষয়টি তুলে আনা হয়েছে।