জামায়াতের ইসি প্রতি আহ্বান, সংবর্ধনায় নিয়ম ভঙ্গ হচ্ছে কি না দেখুন

টুইট নিউজ ডেস্ক: জামায়তে ইসলামী নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না তা নজরদারি করতে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
জুবায়ের বলেন, দেশের মানুষকে বিভিন্ন কার্ড দেওয়ার ঘটনা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জামায়াত শুরু থেকে আচরণবিধি কঠোরভাবে মানার পক্ষপাতী। তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
ইসি সচিব আখতার আহমেদ জানান, সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না তা রিটার্নিং কর্মকর্তা নির্ধারণ করবেন। পাশাপাশি প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রার্থীদের মনোনয়ন সম্পর্কিত কার্যক্রমের জন্য শনিবার তফসিলী ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠানো হয়েছে।






