তারেক রহমানের চলাচল রুটে ড্রোন উড়ানো নিষিদ্ধ

টুইট নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময় রাজধানীর নির্দিষ্ট এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারেক রহমানের চলাচল রুট (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল, এয়ারপোর্ট টু বনানী সড়ক, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল ও গুলশান নর্থ এভিনিউ) এবং এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকাতে যে কোনো ধরনের ড্রোন উড়ানো বন্ধ থাকবে। অনুমোদনহীন ড্রোন উড়ানোর ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফুট সড়কে সংবর্ধনা গ্রহণের পর এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে গুলশানের বাসভবনে যাবেন।