তারেক রহমানের দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি

টুইট নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের কারণে নগরবাসীর সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটি জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান সমর্থন করেন না।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জনদুর্ভোগ কমাতেই রাজধানীর ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা গ্রহণ করে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি গুলশানের বাসভবনে যাবেন।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
শনিবার তারেক রহমান নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। একই দিন তিনি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন এবং ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।






