রাজশাহীর বাগমারায় রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে বুধবার (২৪ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত গ্রাহকরা মানববন্ধন আয়োজন করেন। তারা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

গ্রাহকরা জানান, ২০১৫ সালে কলেজ মোড় এলাকার রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতি লিমিটেডে বিভিন্ন অংকের অর্থ জমা রাখেন। এনজিওটির মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করলেও দীর্ঘদিন ধরে তা ফেরত দেননি। বর্তমানে মালিক গা ঢাকা দিয়ে রয়েছেন এবং অফিস নামমাত্র চালু থাকলেও গ্রাহকদের কোনো সেবা দেওয়া হয় না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অর্থ না ফেরায় অনেক পরিবার চিকিৎসা, শিক্ষার খরচ ও দৈনন্দিন জীবনে সমস্যার মুখোমুখি। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

গ্রাহকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। এ বিষয়ে এনজিও মালিকের মন্তব্য পাওয়া যায়নি।