জোটে না গিয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির

টুইট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সঙ্গে জোটে না গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির কাছে এলডিপি ১৪ জন সম্ভাব্য প্রার্থীর একটি শর্টলিস্ট দিয়েছিল। তবে সবগুলো আসন নয়, অন্তত সম্মানজনক ৮-৯টি আসন পেলেও দলটি নির্বাচনে টিকে থাকতে পারত। কিন্তু বিএনপি তাঁকে বাদ দিয়ে মাত্র একজনকে আসন দেওয়ার প্রস্তাব দেয়, যা এলডিপির জন্য গ্রহণযোগ্য নয়।
অলি আহমদ বলেন, বিএনপির এই অবস্থান থেকে স্পষ্ট হয়—তারা এলডিপিকে রাজনৈতিকভাবে রাখতে চায় না। অতীতে বিএনপি ত্যাগ করার কারণেই এলডিপিকে ‘শাস্তি’ দেওয়ার মানসিকতা কাজ করছে বলে তাঁর ধারণা।
তিনি অভিযোগ করেন, শর্টলিস্ট দেওয়ার পর বিএনপির শীর্ষ নেতাদের কাছে বিষয়টি জানানো হলেও দলীয়ভাবে কোনো বৈঠক হয়নি। এমনকি বিএনপির মহাসচিবের নেতৃত্বে এলডিপির প্রতিনিধিদল নিয়ে আনুষ্ঠানিক আলোচনা কখনো অনুষ্ঠিত হয়নি।
সংবাদ সম্মেলনে অলি আহমদ আরও বলেন, ব্যক্তিগত অর্থায়নে ও ত্যাগের মাধ্যমে এলডিপি এতদিন রাজনীতি করেছে, কোনো ধরনের চাঁদাবাজিতে জড়ায়নি। নানা সংকট ও প্রতিকূলতার মধ্য দিয়েও দলকে টিকিয়ে রাখা হয়েছে। অথচ শেষ পর্যন্ত এলডিপির প্রতি যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক।
এ সময় তিনি এলডিপির আগ্রহী প্রার্থীদের দ্রুত নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। দলীয় মনোনয়ন, প্রতীক ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে যুগ্ম মহাসচিবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন, এখন আর কোনো বাধা নেই—এলডিপি এককভাবেই নির্বাচনে মাঠে থাকবে।
সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এরই মধ্যে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এমন প্রেক্ষাপটেই জরুরি সংবাদ সম্মেলন ডাকে এলডিপি।






