রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন

টুইট ডেস্ক: রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে তার দায়িত্বশীল রাজনৈতিক পথচলা শুরু হলো। দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন তুলতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, এই আসনে অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করা গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে পবা ও মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অগ্রাধিকার দেবেন। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত সমাজ গড়ে তোলার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি মো. মাহবুবুল আহসান বুলবুলসহ অন্যান্য নেতারা। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের বিকল্প নেই এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সেই নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে পবা ও মোহনপুরের জামায়াত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।






