মোমো খেতে গিয়ে অতিরিক্ত চাটনি চাওয়ায় অস্ত্র দিয়ে কোপালেন বিক্রেতা
টুইট ডেস্ক : মোমো খেতে গিয়ে একটু বেশি চাটটি খেয়ে ফেলায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন এক যুবক। বেশি চাটনি খাওয়া ও এ নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছেন মোমো বিক্রেতা। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার শিকার যুবকের নাম সন্দীপ। তিনি বুধবার সন্ধ্যায় মোমো খেতে গিয়েছিলেন একটি দোকানে।
মোমো খাওয়ার সময় আরও একটু চাটনি চেয়েছিলেন মোমো বিক্রেতার কাছে। কিন্তু তিনি দিতে রাজি হননি। প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এরইমধ্যে আচমকাই একটি ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে আঘাত করেন মোমো বিক্রেতা। স্থানীয়রা পরে ওই মোমো বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেয়। আহত যুবক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।