ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

টুইট নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতেও সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব একটা খারাপ হয়ে গেছে—এমনটি নয়। সরকার চেষ্টা করছে যেন কোনোভাবেই এই সম্পর্ক অস্বাভাবিক পর্যায়ে না যায়। বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক কী হবে—এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখা উচিত। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভারত থেকে চাল আমদানি না করে ভিয়েতনাম থেকে আনলে প্রতি কেজিতে অতিরিক্ত প্রায় ১০ টাকা ব্যয় হবে। প্রতিযোগিতামূলক দামে ভারত থেকে পণ্য পাওয়া গেলে অন্য দেশ থেকে আমদানির প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক সম্পর্ক এখনো মোটামুটি পর্যায়ে রয়েছে। পররাষ্ট্র ইস্যুতে অনেক সময় রাজনৈতিক বক্তব্য অতিরঞ্জিত হয়, যা পরিস্থিতিকে জটিল মনে করায়। তবে তার বিশ্বাস, দুই দেশের সম্পর্ক একেবারে খারাপের দিকে যাবে না।
সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্যোগের অংশ হিসেবে আগেও ভারত থেকে চাল আমদানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হওয়ায় দাম প্রত্যাশিত মাত্রায় কমেনি। সময়মতো সিদ্ধান্ত হলে বাজারে আরও ইতিবাচক প্রভাব পড়তে পারত।






