তারেক রহমানকে বরণ করতে ঢাকায় ছুটছে নেতাকর্মীরা

টুইট নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে ফিরছেন। তাকে বরণ করতে চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটছেন দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা এবং তৃণমূলের কর্মীরা।
শীর্ষ নেতাদের অনেকেই বিমানে বা বিশেষ ট্রেনে ঢাকার পথে চলেছেন। তৃণমূলের নেতারা চেয়ারকোচ, বাস ও ব্যক্তিগত গাড়িতে যাত্রা শুরু করেছেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে সম্মিলিতভাবে ২০–২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
রাত ১০টার ঢাকা মেইল ট্রেনে ২২টি বগি বরাদ্দ করা হয়েছে। এছাড়া তিনটি অন্যান্য ট্রেনে এক্সট্রা বগি সংযোজন করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি দিয়ে নেতাকর্মীদের যাত্রার সুবিধা নিশ্চিত করেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ১ লাখের বেশি মানুষ ঢাকায় এসে নেতাকে বরণ করবেন। ইতোমধ্যেই বাস, ট্রেন ও কোচে নেতাকর্মীরা যাত্রা শুরু করেছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সোমবার রাতেই ঢাকায় পৌঁছেছেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনীত এনামুল হক এনাম মঙ্গলবার বিকেলে ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তাদের প্রিয় নেতা আসছেন। ঢাকায় নতুন ইতিহাসের সাক্ষী হতে নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে ছুটছেন।”






