রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু-ছাত্রদল ঘিরে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আবার উত্তপ্ত হয়ে উঠেছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও ছাত্রদল নেতাদের বক্তব্য ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ রাকসু জিএস সালাহউদ্দিন আম্মাকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “ছাত্রদল মাত্র ৩০ মিনিটের মধ্যে আম্মাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মা নিজের ফেসবুক স্ট্যাটাসে পাল্টা হুঁশিয়ারি দেন এবং ক্যাম্পাসে অবস্থান বজায় রাখার ঘোষণা দেন। তিনি লেখেন, “আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো।”
মিছিলে ছাত্রদল সভাপতিও বক্তব্যে বলেন, “বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।”
মিছিলে নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দেন।






