ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়

টুইট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের এক নেতা বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মুসলিম লীগ-এনের নেতা কামরান সাঈদ উসমানী এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে তাকায়, তবে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও আমাদের মিসাইল চুপ থাকবে না।”

উসমানী আরও বলেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা পাকিস্তান সহ্য করবে না। তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এমন কোনো সামরিক জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।,