যশোরে SICIP উদ্যোক্তাদের এমটিবি ঋণ বিতরণ

যশোরে SICIP অংশগ্রহণকারীদের জন্য এমটিবি’র ঋণ বিতরণ।

যশোর প্রতি‌নি‌ধি: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB) যশোরে অনুষ্ঠিত এক মাসব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ‘Skills for Industry Competitiveness and Innovation Program’ (SICIP) প্রোগ্রামের নির্বাচিত অংশগ্রহণকারীদের কাছে ঋণ অনুমোদনের চিঠি বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের SME ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তফা প্রধান অতিথি হিসেবে এই ঋণ অনুমোদনের চিঠি হস্তান্তর করেন। এ SICIP প্রোগ্রামটি এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) অর্থায়ন করছে এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

যশোর শাখার আয়োজনে এই মাসব্যাপী কর্মশালায় ২৫ জন CMSME উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যবসা ব্যবস্থাপনা দক্ষতা, পণ্যের জ্ঞান এবং আর্থিক সাক্ষরতার উন্নয়ন, যাতে অংশগ্রহণকারীদের টেকসই ব্যবসায়িক উন্নয়ন সম্ভব হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নওশাদ মুস্তফা MTB’র উদ্যোগের প্রশংসা করে বলেন, “কর্মশালার সমাপনী দিনে নির্বাচিত উদ্যোক্তাদের ঋণ প্রদানের এই উদ্যোগ সময়োপযোগী এবং CMSME অর্থায়নকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির পরিচায়ক।” তিনি আরও উল্লেখ করেন, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে SICIP প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. আযুব আলী, এবং MTB-এর SME ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে বক্তব্য রাখেন।