রাজশাহী-৫ আসনে বিএনপির ৬ নেতা মনোনয়ন সংগ্রহ, জামায়াতের জয় সম্ভাবনা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিএনপির মনোনয়ন নিয়ে বিভেদ প্রকট হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ঘোষণা করেছেন।

তবে দলীয় ঘোষণা সত্ত্বেও আরও পাঁচ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, ফলে বিএনপির প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়। তাদের মধ্যে রয়েছেন: পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল, সাবেক সাংসদ প্রয়াত নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা আহবায়ক আবু বকর সিদ্দিক।

অপরদিকে, জামায়াতে ইসলামীর তরুণ শিল্পপতি নুরুজ্জামান লিটন এই আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-৫ আসনে মনোনয়ন নিয়ে এই বিভেদের ফলে, নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন যদি দল নেতা ও কর্মীদের মধ্যে মতবৈষম্য সমাধান করতে না পারে, তবে বিজয়ের সম্ভাবনা জামায়াতের প্রার্থী লিটনের পক্ষে যেতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর দলীয় মতানৈক্য ও বিভেদ সমাধান হবে।

রাজশাহী-৫ আসনে মোট ১২ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর আগে ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু দু’বারই পরাজিত হন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।