গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন নোরা ফাতেহি

টুইট নিউজ ডেস্ক: বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) এক কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে বড় কোনো আঘাত পেয়েছেন কিনা, তা সিটিস্ক্যানের পর জানা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় নোরা জানান, এটি তার জীবনের সবচেয়ে ট্রমাটিক অভিজ্ঞতা। তিনি বলেন, “এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং আমার গাড়িতে ধাক্কা দেন। এতে আমি গাড়ির ভেতরে ছিটকে গিয়ে মাথা কাঁচের সঙ্গে লাগে। এখন আমি ঠিক আছি, তেমন বড় চোট নেই।”
নোরা আরও বলেন, “বেঁচে আছি, এটাই বড় বিষয়। সবাইকে অনুরোধ করবো, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।”
অত্যন্ত বিপদজনক এই পরিস্থিতিতেও নোরা কনসার্টে গিয়ে পারফর্ম করেন। বলিউড বিশ্লেষকরা তার এই প্রতিশ্রুতিশীলতা ও ভক্তদের প্রতি দায়বদ্ধতাকে স্বাগত জানিয়েছেন।






