দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

রুমা উপজেলার সীমান্তবর্তী ১১টি দুর্গম পাহাড়ি পাড়ার অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর।

বান্দরবান প্রতিনিধি: বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন বাকলাই পাড়া সাবজোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১১টি পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স)-এর উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি পাড়া পরিদর্শনকালে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় বাকলাইপাড়া সেনা সাবজোনের সাবজোন কমান্ডার কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), থানচি ও আলীকদম উপজেলার প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর সহযোগিতা ও সেবার মাধ্যমে তারা পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে নিরাপদ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন।

পাড়া পরিদর্শন শেষে উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—ইনশাআল্লাহ। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোনো দল বা গোষ্ঠীর এখানে কোনো স্থান নেই। চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও লুটতরাজসহ সব ধরনের অপরাধ প্রতিহত ও নির্মূল করতে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত।” এ সময় তিনি পাহাড়ি জনগোষ্ঠীকে যেকোনো অন্যায়ের বিষয়ে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।