বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছাড়ছেন না নেইমার, অনিশ্চয়তার মাঝেই চাঞ্চল্যকর ঘোষণা

টুইট নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপে চতুর্থবারের মতো খেলার স্বপ্ন এখনো আঁকড়ে ধরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যদিও তিনি দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে এবং ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে তার থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবুও বিশ্বকাপ জেতাতে সবকিছু করার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট সামনে রেখে আগামী মার্চে ফিফা উইন্ডোর পর ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা চূড়ান্ত করতে চান কোচ কার্লো আনচেলত্তি। ওই সময় ব্রাজিল দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের রূপরেখা তৈরি করবেন আনচেলত্তি। তবে ইনজুরির কারণে নেইমারের সেখানে জায়গা পাওয়া নিয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জাতীয় দলে ফেরা অনিশ্চিত হলেও নেইমারের আত্মবিশ্বাস ও স্বপ্নে কোনো ভাটা পড়েনি। সম্প্রতি সাও পাওলোতে জনপ্রিয় সংগীত আয়োজন ‘তারদেজিনিয়া’র মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়ে হাজারো দর্শকের সামনে নিজের আকাঙ্ক্ষার কথা জানান তিনি। মাইক্রোফোন হাতে নিয়ে নেইমার বলেন, ‘আমরা ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য সবকিছু করব। সম্ভব ও অসম্ভব—সবই। বিশ্বকাপ শেষে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আনচেলত্তি, আমাদের সাহায্য করুন।’

এখানেই থামেননি তিনি। বিশ্বকাপ ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতিও দেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘যদি আমরা ফাইনাল খেলতে পারি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি গোল করব।’ বাস্তবতার চেয়ে বেশি আবেগঘন হলেও এই বক্তব্যে নেইমারের অটুট স্বপ্নেরই প্রতিফলন মিলেছে।

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তিনি ভয়াবহ এসিএল ইনজুরিতে পড়েন। এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে। আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে সেরা শারীরিক অবস্থায় ফিরতে পারলেই কেবল নেইমারকে বিবেচনায় নেওয়া হবে।

ইনজুরি যেন পিছু ছাড়ছেই না নেইমারের। সম্প্রতি মেনিস্কাস সমস্যার কারণে তাকে আবারও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার ক্লাব সান্তোস জানিয়েছে, সোমবার ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে নেইমারের আর্থ্রোস্কপি সার্জারি সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে ফিজিওথেরাপিস্টের পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, পুরোপুরি সুস্থ হতে নেইমারের প্রায় এক মাস সময় লাগতে পারে। তবে দীর্ঘদিনের চোট ও ফিটনেস সমস্যার কারণে তার বিশ্বকাপ স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেয়, তা নির্ভর করবে সময় ও তার শারীরিক অবস্থার ওপর।

সব অনিশ্চয়তার মাঝেও নেইমার স্পষ্ট করে দিয়েছেন—তার স্বপ্ন এখনো অটুট। ২০২৬ বিশ্বকাপে খেলা এবং আবারও ব্রাজিলকে ফুটবল বিশ্বের শীর্ষে তুলে ধরার লক্ষ্য ছাড়তে রাজি নন তিনি।