রাজশাহীতে অবৈধ গভীর নলকূপের মালিকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার অবৈধ গভীর নলকূপের গর্ত ও স্থাপনা উচ্ছেদ চেয়ে উপজেলা সেচ কমিটি, উপজেলা নির্বাহী অফিসার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসিরা। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ওষায়ের হাটরা গ্রামের বাসিন্দারা গণ স্বাক্ষর করে এ অফিযোগ পত্র জমা দেন।
অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ওষায়ের হাটরা বিলে মৃত বদের আলীর ছেলে আশরাফুল ইসলাম এলাকায় যথেষ্ট ডিপ টিউবওয়েল থাকার পরেও নিজের বাণিজ্যিক স্বার্থে নতুন করে অবৈধ ভাবে গভীর নলকূপ স্থাপনের স্থাপনের চেষ্টা করে। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহোগিতায় স্থাপন কাজ সামরিক বন্ধ হয়। পরে একাধিকবার নিষেধ করার পরে সে স্থাপন কৌশলে কাজ চালিয়ে যাওয়ার কারণে গত ১৫ ডিসেম্বর বিকালে প্রশাসন ও পুলিশ এসে অভিযান চালিয়ে তার স্থাপনার আংশিক ভেঙ্গে তাদের স্থাপন কাজ বন্ধ করে দেওয়া হয়, এতে এলাকাবাসিরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে এই আশরাফুল কুচক্র মহলের সহযোগিতা নিয়ে নতুন করে আবারো গভীর নলকূপ স্থাপন করার জন্য পায়তারা করছে। এছাড়া ঘটনাস্থলে তার নিমার্ণ সামগ্রী ও গভীর খনন করার চিহ্ন রয়েছে। যা তানোর উপজেলার ন্যায় আগামীদিনে এলাকার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, এখানেও কোন বাচ্চার প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই এলাকাবাসির কল্যাণে নতুন করে যেন গভীর নলকূপ স্থাপন করে পরিবেশ ও পানির স্তর নষ্ট করতে না পারে, পাশাপাশি সেই খনন করা গর্ত ভরাট ও সকল স্থাপনা উচ্ছেদ করাসহ আশরাফুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এ অভিযোগ দেন তারা।
স্বাক্ষরকারীদের মধ্যে রায়ঘাটি ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য আ: গফুর, কৃষক বেলাল হোসেন, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা বলেন, আমাদের এলাকায় কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য ডিপ টিউবওয়েল রয়েছে, সেগুলো থেকেই আমাদের কৃষি জমিতে সেচ দেওয়ায় ফসল উৎপাদন হয়। কিন্তু এই আশরাফুল নিজে লাভবান হওয়ার লোভে নতুন করে অবৈধ ভাবে ডিপ টিউবওয়েল স্থাপন করার চেষ্টা করে। প্রশাসন অভিযান চালানোয় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু সেই জায়গা তানোর উপজেলার মতো মরণ ফাঁদে পরিণত হবে। তাই আমরা চাই স্থাপনা উচ্ছেদ করে তার খনন করা গর্ত যেন দ্রুত ভরাট করা হয়, পাশাপাশি তার অবৈধ কাজের জন্য আশরাফুলের আমরা শাস্তির দাবি করিছি।
এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, এলাকাবাসির লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।






