জয়পুরহাট-২ থেকে বিএনপির মনোনয়ন সংগ্রহ গোলাম মোস্তফার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। সোমবার বিকেল জয়পুরহাট নির্বাচন কার্যালয়ের নির্বাচন অফিসার মোহাঃ সেজারুদ্দিন নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এসময় তিনি বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, অ্যাডভোকেট ফারুক, এম এ সামাদ বাবু, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মেধা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, জেলা মহিলাদলের সদস্য নুরজাহান হেপী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক প্রমুখ।