নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জুয়েল রানা, তিনি উপজেলার গোয়ালা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (২১ ডিসেম্বর) রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক জরিনা বেগম।

সংবাদ সম্মেলনে আব্দুর রউফ অভিযোগ করে বলেন, নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে তিনি বৈধভাবে জমিটি ক্রয় করেন এবং ক্রয়ের পর জমির দখল বুঝে নেন। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০২৪ সালের ১১ আগস্ট গোয়ালা ইউনিয়নের জামাল হোসেন ও জুয়েল রানা জোরপূর্বক তাকে জমি থেকে উচ্ছেদ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরও বলেন, ঘটনার পর নিরুপায় হয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো কার্যকর প্রতিকার পাননি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দখলদারদের ভয়ে তিনি জমিতে যেতে পারছেন না। অভিযুক্ত জুয়েল রানা এখনো প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। দ্রুত তার ক্রয়কৃত জমি বুঝিয়ে দেওয়া এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আব্দুর রউফ।

এ সময় জমির মালিক জরিনা বেগম বলেন, আর্থিক প্রয়োজনে তিনি জমিটি আব্দুর রউফের কাছে বিক্রি করেছেন। কিন্তু তার ছেলে ভয়ভীতি দেখিয়ে জোর করে জমিটি দখল করে রেখেছে এবং বৈধ মালিককে জমিতে উঠতে দিচ্ছে না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্যার সুষ্ঠু সমাধান দাবি করেন।