সংযুক্ত আরব আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

টুইট ডেস্ক: হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস ও ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম রজব। সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২০ ডিসেম্বর) রজব মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে রোববার (২১ ডিসেম্বর) থেকে রজব মাস শুরু হওয়া নিশ্চিত হয়েছে।

মুসলমানদের কাছে রজব মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। কারণ, এই মাস থেকেই শুরু হয় পবিত্র রমজানের প্রস্তুতির শেষ ধাপ। রজবের পর শাবান, এরপরই আসে রোজার মাস রমজান। ফলে রজব শুরু হওয়ায় রমজানের কাউন্টডাউনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

রজব ও শাবান-দুটি মাস যদি স্বাভাবিক নিয়মে ২৯ কিংবা ৩০ দিনে সম্পন্ন হয়, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার ওপর।

এদিকে, আবুধাবিতে আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজবের চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়।

চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তার হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।